ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

লক্ষ্মীপুরে দুর্বৃত্তদের গুলিতে যুবলীগকর্মী নিহত

প্রকাশিত: ০৩:৫৩ এএম, ০৮ এপ্রিল ২০১৫

লক্ষ্মীপুর সদর উপজেলায় মো. হানিফ প্রকাশ মোফা (২৮) নামে এক যুবলীগকর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় গুলিবিদ্ধ হন নাদিম নামের আরও একজন। মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের গনেশামপুর গ্রামের ৩ নম্বর ডিপ টিউবওয়েল এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার পর রাতেই পুলিশ মরদেহ উদ্ধার করে এবং বুধবার সকাল ৮টায় ময়না দন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করে। তবে গ্রেফতারের ভয়ে গুলিবিদ্ধ নাদিমের অবস্থান সম্পর্কে কিছুই জানানো হয়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে গনেশামপুর গ্রামের ৩ নম্বর ডিপ টিউবওয়েল এলাকায় ইলিয়াস বাহিনীর সন্ত্রাসীরা মোফাকে আটক করে তার দুই পায়ে গুলি করেন। এতে অতিরিক্ত রক্তক্ষরণে সে ঘটনাস্থলেই মারা যায়। এ সময় মোফার সহযোগী নাদিম গুলিবিদ্ধ হন।

নিহত মোফা গনেশামপুর গ্রামের হাসুর বাড়ির সেলামত উল্লাহর ছেল। তিনি স্থানীয় ইলয়াস বাহিনীর সক্রিয় সদস্য ও স্থানীয় যুবলীগ কর্মী বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, সন্ত্রাসী জিহাদ বাহিনীর বাড়ি ডাকাতি, মালামাল লুট এবং সমিতির ঘর চুরির ঘটনায় অভ্যন্তরীণ কোন্দলের জের এবং এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই ইলিয়াস বাহিনীর লোকজন তাকে গুলি করে হত্যা করেন।

এমজেড/বিএ/এমএস