হবিগঞ্জে ট্রাক্টর-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
হবিগঞ্জ পৌর এলাকার উমেদনগরে ট্রাক্টর ও ব্যাটারিচালিত ইজিবাইকের সংঘর্ষে চারজন নিহত ও আরও দুইজন আহত হয়েছেন। বুধবার সকাল পৌনে ৯টায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উমেদনগর মাদ্রাসার নিকট একটি ট্রাক্টর ও ইজিবাইকের মধ্যে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ইজিবাইকের এক যাত্রী মৃত্যুবরণ করেন। পরে আহত অবস্থায় অপর পাঁচ যাত্রীকে সদর হাসপাতালে নেয়া হলে সেখানে মারা যান আরও তিনজন।
নিহতরা হচ্ছেন সদর উপজেলার দৌলতপুর গ্রামের লাল মিয়া (৫০), নোয়াখাল গ্রামের রহিমা বেগম (৩৫), বানিয়াচং উপজেলার আলীগঞ্জের সাহেদ আলীর এক বছর বয়সী মেয়ে সামিয়া ও একই গ্রামের করিম মিয়া (৪০)। আহতদের সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে একটি ইজিবাইক কয়েকজন যাত্রী নিয়ে জেলা শহরে যাচ্ছিল। ইজিবাইকটি পৌর এলাকার উমেদনগর মাদ্রাসার নিকট পৌঁছালে বিপরীতমুখী মাটিবোঝাই একটি ট্রাক্টরের সাথে সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই মারা যান ইজিবাইক যাত্রী লাল মিয়া। তাৎক্ষণিকভাবে উপস্থিত লোকজন আহত যাত্রীদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় বাকি তিনজনের।
এদিকে দুর্ঘটনার সাথে সাথেই ট্রাক্টর চালক পালিয়ে যান। খবর পেয়ে সদর থানা পুলিশও ঘটনাস্থলে উপস্থিত হন। উদ্ধারকাজে তারাও অংশ নেন। সদর থানার ওসি নাজিম উদ্দিন চারজনের মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, ট্রাক্টরটি আটক করা হয়েছে।
এমজেড/বিএ/এমএস