ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

হরতালেও সচল চট্টগ্রাম বন্দর

প্রকাশিত: ০৪:৩৭ এএম, ০৮ এপ্রিল ২০১৫

বুধবার হরতালের দ্বিতীয় দিনে দেশের প্রধান সমুদ্রবন্দরের কার্যক্রম রয়েছে সচল। বন্দর জেটি এবং বহির্নোঙর জাহাজ থেকে পণ্য ওঠা-নামার কাজ স্বাভাবিক রয়েছে। বন্দর থেকে পণ্যবাহী গাড়ি বের হচ্ছে নির্বিঘ্নে এবং রফতানিযোগ্য পণ্যবাহী গাড়ির বহরও স্বাভাবিক রয়েছে।

বন্দরের বার্থিং তালিকা পর্যালোচনায় দেখা যায়, গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৬টা খেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত) বন্দর থেকে দুই হাজার ৭৬৯ টিইইউএস কনটেইনার ডেলিভারি হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় ডেলিভারি হয়েছে দুই হাজার ৩১৮ টিইইউএস।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ঢাকা ইনল্যান্ড কনটেইনার ডিপোতে (আইসিডি) রেলযোগে কনটেইনার পরিবাহিত হয়েছে ৮১১ টিইইউএস। একই সময়ে বন্দরের প্রবেশ করেছে ছয়টি জাহাজ এবং বন্দর ত্যাগ করেছে পাঁচটি জাহাজ।

হরতালে সম্ভাব্য সব ধরনের নাশকতা ঠেকাতে নগরীর নিরাপত্তা জোরদার করা হয়েছে। নগরীতে র্যাবের পাশাপাশি বিজিবির টহলও অব্যাহত রয়েছে।

এমজেড/বিএ/পিআর