ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

টেকনাফে ৩০ হাজার ইয়াবাসহ আটক ২

প্রকাশিত: ০৪:৫২ এএম, ০৮ এপ্রিল ২০১৫

কক্সবাজারের টেকনাফ উপজেলায় অভিযান চালিয়ে ৯০ লাখ টাকা মূল্যের ৩০ হাজার ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বুধবার ভোরে টেকনাফের লেঙ্গুরবিল এলাকায় এ অভিযান চালানো হয়।

আটককৃতরা হলেন টেকনাফের দক্ষিণ লেঙ্গুরবিল এলাকার নুর আহমদের পুত্র হোসেন আহমদ প্রকাশ ভুলু মিয়া (৩৫) ও মিয়ানমারের নাগরিক নুরুল ইসলামের পুত্র সৈয়দ হোসেন (২২)।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খন্দকার জানান, গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে ৩০ হাজার ইয়াবা, দুটি বড় চাকু, ১৮ রাউন্ড তাজা কার্তুজসহ ওই দুই ব্যক্তিকে আটক করা হয়। ইয়াবা ও অস্ত্র আটকের ঘটনায় সংশ্লিষ্ট আইনে পৃথক মামলা দায়ের হচ্ছে বলে জানান তিনি।

এমজেড/বিএ/পিআর