নাইক্ষ্যংছড়িতে অপহরণ চক্রের সদস্য গ্রেফতার
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে অপহরণ চক্রের সদস্য মো. জসিম উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার রাতে অভিযান চালিয়ে কক্সবাজার জেলার ঈদগড়ের গহীন অরণ্য বৈদ্যপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
তিনি রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের বৈদ্যাপাড়া এলাকার বাসিন্দা মৃত আবুল খায়েরের ছেলে।
নাইক্ষ্যংছড়ি উপজেলা বাইশারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আবু মুসা বলেন, রাবার বাগানের মালিক আবুল বাশারকে অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, অপহরণের মত অর্ধডজন মামলা রয়েছে। বর্তমানে তাকে বাইশারী তদন্ত কেন্দ্রে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
সৈকত দাশ/এফএ/আরআইপি