ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শায়েস্তাগঞ্জ থেকে স্কুলছাত্র নিখোঁজ

প্রকাশিত: ০৬:৪৮ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৭

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ শহর থেকে ইসলামী একাডেমি অ্যান্ড হাইস্কুলের ১০ম শ্রেণির ছাত্র দশম মো. ইব্রাহিম নিখোঁজ হয়েছে।

সোমবার সকালে স্কুলের যাবার পথে সে নিখোঁজ হয়। ইব্রাহিম শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবিদুর রহমানের ছেলে। সোমবার রাতে শায়েস্তাগঞ্জ থানায় জিডি করা হয়।

স্থানীয় সূত্র জানায়, সোমবার স্কুলের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে আর বাসায় ফিরেনি। তার বাবা আবিদুর রহমান মোটরসাইকেল করে সকাল পৌনে ৯টার দিকে সে শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ের মেইন গেট রেখে তিনি স্কুলে চলে যান। স্কুল ছুটি হলেও ইব্রাহিম বাড়ি ফিরেনি। রাত পর্যন্ত অনেক খোঁজাখুঁজি করে কোথাও তাকে পাওয়া যায়নি।

শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমি অ্যান্ড হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক মো. আব্দুর রকিব বলেন, সোমবার ইব্রাহিম স্কুলে আসেনি। তবে শুনেছি তার বাবা স্কুলে যাবার পথে তাকে রাস্তায় মোটরসাইকেল থেকে নামিয়ে দিয়েছেন।

কামরুজ্জামান আল রিয়াদ/এএম/আরআইপি