ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কুষ্টিয়া আইনজীবী সমিতির সভাপতি সিরাজ সম্পাদক জহুরুল

প্রকাশিত: ০৭:০০ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৭

কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতি ভবনে উৎসব মুখর পরিবেশে কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সাধারণ নির্বাচন ২০১৭-১৮ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল সাড়ে ৯ টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে একটানা বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। সোমবার রাতে এ ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে ৩৭১ জন ভোটারের মধ্যে ৩৬০ জন ভোটার তাদের ভোট প্রদান করেন।

নির্বাচনে সভাপতি পদে অধ্যক্ষ অ্যাড.সিরাজ-উল-ইসলাম ১৫৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কুষ্টিয়া সদর থানা আওয়ামী লীগের সভাপতি সিনিয়র আইনজীবী অ্যাড.আ স ম আখতারুজ্জামান মাসুম ১৪৬ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

সাধারণ সম্পাদক পদে কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী বর্তমান সাধারণ সম্পাদক অ্যাড. জহুরুল ইসলাম ১৭৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

সিনিয়র সহ-সভাপতি পদে সিনিয়র আইনজীবী অ্যাড.আব্দুল মান্নাফ ১৫৫ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাড. মতিয়ার রহমান ১০২ এবং অ্যাড. আব্দুল জলিল ৯৮ ভোট পেয়ে পরাজিত হন।

সহ-সভাপতি পদে স্পোশাল পিপি অ্যাড. আকরাম হোসেন দুলাল ১৮২ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাড. তানজিলুর রহমান এনাম ১০৮ এবং অ্যাড. আহমেদ আলী ৬৯ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

আল-মামুন সাগর/এএম/এমএস