শরীয়তপুরে ৫০ মণ জাটকা জব্দ
ফাইল ছবি
শরীয়তপুর পৌরসভার পালং উত্তর বাজার থেকে ট্রাক বোঝাই ৫০ মণ জাটকা জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় মাছ বহনকারী একজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার ভোর ৫টার দিকে এসব জাটকা জব্দ করা হয়। আটক সুজন হোসেন (২৩) মাদারীপুর জেলার চৌদ্দপর্ব গ্রামের বাসিন্দা।
পালং মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
শরীয়তপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান শাহরিয়ার জানান, মঙ্গলবার ভোর ৫টার দিকে শরীয়তপুর পৌরসভার পালং উত্তর বাজার থেকে অভিযান চালিয়ে ৫০ মণ জাটকাসহ বহনকারী ট্রাক ড্রাইভারকে আটক করে পালং মডেল থানা পুলিশ।
আটককে মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। পুলিশের উপস্থিতিতে জব্দকৃত জাটকাগুলো এতিমখানা, বিদ্যালয় ও মাদরাসার গরিব শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।
ছগির হোসেন/এফএ/এমএস