ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ধর্মঘটে অচল সোনা মসজিদ স্থলবন্দর

প্রকাশিত: ০৯:৪০ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৭

পরিবহন শ্রমিকদের ধর্মঘটের মধ্যেও চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরে পণ্য আমদানি রফতানি স্বাভাবিক রয়েছে। তবে  দেশের ভেতরে পণ্য বোঝায় ট্রাক ছেড়ে যেতে পারেনি।

যথারীতি সকাল সাড়ে ১০টার পর থেকেই ভারত থেকে আমদানি পণ্যবাহী ট্রাক বন্দরে আসা শুরু করে। ভারতীয় ট্রাক থেকে পণ্য খালাস করে বাংলাদেশি ট্রাকে লোড করার কাজও চলছে। কিন্তু পণ্য পরিবহন করতে না পারায় পণ্যজটের সৃষ্টি হয়েছে।

সোনা মসজিদ স্থলবন্দর শ্রমিক সমন্বয় কমিটির সভাপতি সাদেকুল ইসলাম জানান, কয়েককটি বাংলাদেশি ট্রাকে পণ্য নিয়ে সোনা মসজিদ বন্দর ছেড়ে যাওয়ার চেষ্টা করে। এসময় কানসাট এলাকায় শ্রমিকরা ট্রাকগুলো আটকে দেয়। যার কারণে অন্য কোনো ট্রাক আর বন্দর ছেড়ে যেতে পারেনি।

সোনা মসজিদ সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হারুন-অর-রশিদ জানান, শ্রমিকদের কর্মবিরতির কারণে বন্দর থেকে পণ্য বোঝাই ট্রাক ছেড়ে যেতে না পারায় বন্দরে পণ্যজটের সৃষ্টি হচ্ছে। কাঁচা পণ্য পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা মরিচসহ ফল পঁচে কোটি কোটি টাকার লোকসান হতে পারে।

এদিকে চাঁপাইনবাবগঞ্জের অভ্যন্দরীণ রুটে কিছু যানবাহন চলেলেও দূরপাল্লা যানবাহন চলাচল বন্ধ আছে।

আব্দুল্লাহ/এফএ/পিআর