ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গৃহবধূকে নির্যাতন : ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ১০:৩৩ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৭

ইউনিয়ন চেয়ারম্যানের নির্দেশে এক গৃহবধূকে নির্যাতনের ঘটনায় পটুয়াখালী সদর থানায় মামলা হয়েছে। সোমবার রাতে ওই গৃহবধূ বাদী হয়ে মামলাটি করেন।
 
নির্যাতিত গৃহবধূ তাসলিমা বেগম জানান, বেশ কয়েক বছর ধরে তার স্বামী মজিবর প্যাদা তার এবং তিন সন্তানের ভরণ-পোষণ দেন না। এনিয়ে বেশ কয়েকবার স্থানীয়ভাবে মীমাংসা করার চেষ্টা করেও তিনি ব্যার্থ হন। পরে গত বছরের ১৬ মে পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন আদালতে স্বামীকে অভিযুক্ত করে একটি মামলা করেন তিনি।

এরপর তিনি একাধিকবার চেয়ারম্যানসহ এলাকার গণ্যমান্যদের কাছে ধরনা দিলেও তাকে নানা অজুহাত দেখিয়ে হয়রানি করা হয়। একপর্যায়ে গত ২৫ ফেব্রুয়ারি শনিবার বিকেলে সালিশ করা হবে এই মর্মে সময় ধার্য করেন চেয়ারম্যান। এর পরিপ্রেক্ষিতে বিকেল ৩টার দিকে তাসলিমা ও মামলারে বিবাদী তার স্বামী মজিবর প্যাদা ছোটবিঘাই ইউনিয়ন পরিষদে হাজির হন।

এসময় চেয়ারম্যানের স্নেহধন্য ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আজিজ প্যাদা ও সাধারণ সম্পাদক আলাল মহরী তাসলিমাকে অলিখিত রোয়েদাদ নামায় স্বাক্ষর দিতে বলেন। এতে তাসলিমা অস্বীকৃতি জানালে চেয়ারম্যান আলতাব তাকে মারধরের নির্দেশ দেন।

আওয়ামী লীগ নেতা আজিজ প্যাদা ও আলাল মহরী তাসলিমাকে বেদম প্রহার করেন।

এসময় স্থানীয় কয়েক যুবক মারধরের বিষয়টি তাদের মুঠোফোনে ধারণ করলে চেয়ারম্যানের নির্দেশে তা ছিনিয়ে নেয়া হয়।

সোমবার রাতে ওই ঘটনায় চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতাসহ চারজনকে আসামি করে মামলা করলে তা গ্রহণ করে পুলিশ।

নির্যাতিত ওই গৃহবধূ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এ ব্যাপারে চেয়ারম্যান আলতাফ হোসেন হাওলাদারের সঙ্গে যোগাযোগ করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।

মহিবুল্লাহ চৌধুরী/এফএ/জেআইএম

আরও পড়ুন