ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বাঁশের লাঠি ও জিহাদি বইসহ পাঁচ শিবিরকর্মী গ্রেফতার

প্রকাশিত: ১২:০৩ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৭

বগুড়ায় গোপন বৈঠক থেকে পাঁচ শিবির কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বাঁশের লাঠি, জিহাদি বই, লিফলেট এবং শিবির কর্মীদের ব্যক্তিগত ডায়েরি।

মঙ্গলবার বিকেলে বগুড়া সদরের লাহিড়ীপাড়া ইউনিয়নের চাঁনপুর গ্রামের একটি মাদরাসা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো শিবির কর্মী মেহেদী হাসান, সাফিউল, আতিকুর রহমান, বাপ্পী ও সাব্বির।

পুলিশ জানায়, বগুড়া লাহিড়ীপাড়া ইউনিয়নের চাঁনপুর গ্রামের কোয়ালীপাড়া এবতেদায়ি মাদরাসায় বিকেলে শিবির কর্মীরা গোপন বৈঠক করছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে শিবির কর্মীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় পুলিশ সেখান থেকে পাঁচজনকে গ্রেফতার করে। পরে মাদরাসার কক্ষ তল্লাশি করে ১০টি বাঁশের লাঠি, শিবিরের কিছু লিফলেট, ১২টি জিহাদি বই এবং শিবির কর্মীদের ব্যক্তিগত ডায়েরি উদ্ধার করা হয়।

বগুড়া সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আসলাম আলী জানান, গোপন বৈঠক থেকে গ্রেফতারকৃত শিবির কর্মীদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হবে।

এআরএ/পিআর