ফরিদপুরে নববধূ হত্যার প্রতিবাদ
নববধূ সাজিয়া আফরিন রোদেলা হত্যার প্রতিবাদে ও জড়িতদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফরিদপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে পরিবারের সদস্য ও এলাকাবাসী।
বুধবার সকালে ফরিদপুর প্রেসক্লাবের সামনের মুজিব সড়কে এ মানববন্ধন হয়। মানববন্ধনে রোদেলার পরিবারের সদস্য, এলাকাবাসীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এসময় বক্তারা হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
রোদেলার মৃত্যুর ঘটনায় কোতয়ালি থানার সেকেন্ড অফিসার এসআই বেলাল হোসেন বলেন, ২৭ ফেব্রুয়ারি রাতে শ্বশুর বাড়ি থেকে রোদেলার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তবে এটি হত্যাকাণ্ড না আত্মহত্যা তা ময়নাতদন্তের পর জানা যাবে। মৃত্যুর রহস্য খুঁজতে নিহত রোদেলার ননদ ও বড় জাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
প্রসঙ্গত, চলতি বছরের ১৩ জানুয়ারি ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার সুইডেন প্রবাসী আসাদুল সোহানের সঙ্গে আলীপুর এলাকার রোদেলার বিয়ে হয়। শ্বশুরবাড়ির লোকজন রোদেলাকে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে দাবি তার পরিবারের সদস্যদের। এই ঘটনার পর থেকে রোদেলার স্বামী সোহান পলাতক রয়েছে।
তরুন/এফএ/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ জুলাই যোদ্ধারা আমাদের স্বাধীনতাকে রক্ষা করেছে: তারেক রহমান
- ২ ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৭
- ৩ নারায়ণগঞ্জে শীতের রাতেও তারেক রহমানের অপেক্ষায় হাজারো মানুষ
- ৪ বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত ২০
- ৫ আওয়ামী লীগ ছাড়া নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয়