ঝিনাইদহে ৪ জামায়াত নেতা গ্রেফতার
ঝিনাইদহে নাশকতার মামলায় জেলা জামায়াতের আমিরসহ চারজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতাররা হলেন, জেলা জামায়াতের আমির ও শহরের আল-হেরাপাড়ার আবুল কাশেম (৫৮), সদর উপজেলা জামায়াতের আমির মতিয়ার রহমান (৫৫), পবহাটী গ্রামের আকতারুজ্জামান (৫০) ও আশরাফুল হক (৫২)।
ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে তাদের গ্রেফতার করা হয়।
বিকেলে গ্রেফতারদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে। তাদের বিরুদ্ধে সদর থানায় নাশকতার মামলা রয়েছে। তারা পলাতক ছিলেন বলেও জানান ওসি।
আহমেদ নাসিম আনসারী/এএম/জেআইএম