নওগাঁয় সড়ক দুর্ঘটনায় সেনা সদস্যসহ নিহত ২
প্রতীকী ছবি
নওগাঁর ধামইরহাটে সড়ক দুর্ঘটনায় সেনা সদস্যসহ দুইজন নিহত হয়েছেন। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার আমাইতাড়া-বীরগ্রাম সড়কের চাঁনকুড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার আলমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক বস্তাবর গ্রামের আলহাজ ওসমান গণী মণ্ডলের ছেলে আব্দুল্লাহ আজমী মান্না (৩১) ও তার ভায়রা ভাই কালুপাড়া বুধুপাড়া গ্রামের আনছার আলীর ছেলে সেনা সদস্য ফরহাদ হোসেন (২৮)।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মোটরসাইকেলযোগে বস্তাবর থেকে ধামইরহাট বাজারে আসার পথে আমাইতাড়া-বীরগ্রাম সড়কের চাঁনকুড়িতে একটি ট্রাক্টর মোটরসাইকেলকে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী আব্দুল্লাহ আজমী মান্নার মৃত্যু হয়। সেনা সদস্য ফরহাদ হোসেন সুমনকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়। সেনা সদস্য ফরহাদ হোসেন যশোর সেনানিবাসে কর্মরত ছিলেন।
ধামইরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. রবিকুল ইসলাম জানান, ঘটনার পর ট্রাক্টরের চালক ও হেলপার পালিয়ে গেছে। পুলিশ ট্রাক্টরটি আটক করেছে। ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় মামলা করেছে।
আব্বাস আলী/এএম/আরআইপি