ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

জয়পুরহাটে মূর্তিসহ প্রতারক চক্রের চার সদস্য আটক

প্রকাশিত: ১২:৪৭ পিএম, ০১ মার্চ ২০১৭

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় নকল সোনার মূর্তিসহ প্রতারক চক্রের চার সদস্যকে আটক করেছে পাঁচবিবি থানা পুলিশ। বুধবার বিকেল ৪টার দিকে তাদের আটক করা হয়।

থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রতারক চক্রটি একই উপজেলার কুসুম্বা ইউনিয়নের সাড়ারপাড়া গ্রামের মান্নানের স্ত্রী পপি বেগমকে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে এক লাখ টাকা হাতিয়ে নেয়। এরই প্রেক্ষিতে প্রতারিত পপি থানায় অভিযোগ করেন।

অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ধরঞ্জী ইউনিয়নের কোতালীবাগ গ্রামের গোলাম মোস্তফার ছেলে সুলতান হোসেনকে (২৫) আটক করে।

পরে তার স্বীকারেক্তি অনুযায়ী একই ইউনিয়নের পারুইল উচাপাড়া গ্রামের মৃত তাজেম উদ্দিনের ছেলে ভন্ড কবিরাজ হারুনুর রশিদ (৬০), আয়মারসুলপুর ইউপির বড় মানিক গ্রামের মোতালেব হোসেনের স্ত্রী নুরুজাহান (৪৮) ও পাঁচবিবি পৌর এলাকার হক জুয়ের্লাসের মালিক আলাউল হককে (৪৫) আটক করে। পরে তাদের কাছ থেকে তিনটি নকল মূর্তি উদ্ধার করা হয়।

পাঁচবিবি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) কিরণ কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটকদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

রাশেদুজ্জামান/এএম/জেআইএম