অটোরিকশায় ওড়না পেঁচিয়ে যুবতীর মৃত্যু
ফরিদপুরের চরভদ্রাসনে অটোরিকশার চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে শিরিন বেগম (২৫) নামে এক যুবতীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চরভদ্রাসন উপজেলার খালাসী ডাঙ্গি গ্রামের লাল মিয়া শরীফের মেয়ে শিরিনা বেগম অটোরিকশায় চড়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে রিকশার চাকার সঙ্গে তার ওড়নাটি পেঁচিয়ে গেলে গলায় ফাঁস লেগে মারাত্মকভাবে আহত হন। তৎক্ষণাত তাকে ফরিদপুর সদর হাসপাতালে আনা হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকেরা জানান, হাসপাতালে আনার আগেই শিরিন বেগমের মৃত্যু হয়।
এমজেড/ এমএএস/আরআইপি