মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি না দেয়ায় কমান্ডার লাঞ্ছিত
টাঙ্গাইল সদর উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের গালা ইউনিয়ন কমান্ডার ও যুদ্ধকালীন কমান্ডার ডা. শহীদুল্লাহ স্থানীয় সন্ত্রাসী মাসুমের হাতে লাঞ্ছিত হয়েছেন। বুধবার সকালে উপজেলার ২ নং গালা ইউনিয়নের গালা বাজারে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মাসুম এসে তার চাচা শামসুল হক মুক্তিযোদ্ধা ছিল উল্লেখ করে মুক্তিযোদ্ধা ডা. শহীদুল্লাহকে যাচাই-বাছাই কমিটিতে সাক্ষী দিতে চাপ দেন।
এ ব্যাপারে সাক্ষী দিতে অস্বীকার করলে মাসুম অকথ্য ভাষায় গালিগালাজ করে। একপর্যায়ে পাশে থাকা মাটি কাটার বেলচা আঘাত করতে আসে। ঘটনাটি দেখে আশেপাশের লোকজন এগিয়ে এলে বেলচা ফেলে দিয়ে তাকে হত্যার হুমকি দিয়ে চলে যায়।
এ প্রসঙ্গে ডা. শহীদুল্লাহ্ বলেন, আমার স্বাক্ষর জালিয়াতি করে মাসুম তার চাচা মৃত শামসুল হকের পক্ষে মুক্তিযোদ্ধা হিসেবে নাম অন্তর্ভুক্তির জন্য আবেদন করে। শামসুল হক মুক্তিযোদ্ধা ছিলেন না। তার বাবা কোরবান আলী মুন্সি যুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের বিপক্ষে ছিলেন।
শামসুল হকের ব্যাপারে মাসুম বার বার আমার মোবাইলে কল করলে আমি জানিয়ে দেই এখানে আমার কিছু করার নেই। যা কিছু করার যাচাই-বাছাই কমিটি করবে।
এ নিয়ে আমাকে বাজারে পেয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং মাটি কাটার বেলচা দিয়ে মারতে আসে। পরে আশেপাশের লোকজন আমাকে উদ্ধার করতে এলে হত্যা করার হুমকি দিয়ে চলে যায়। এ ব্যাপারে টাঙ্গাইল মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলেও জানান তিনি।
আরিফ উর রহমান টগর/এএম/জেআইএম