সহিংসতায় নিহত পুলিশ সদস্যের পরিবারকে সম্মাননা
দায়িত্ব পালনকালে জামায়াত-শিবিরের নৃশংসতায় নিহত পুলিশ সদস্য জিএম ওমর ফারুকের পরিবারকে সম্মাননা প্রদান করছে সাতক্ষীরা জেলা পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা পুলিশ লাইন্সে পুলিশ মেমোরিয়াল ডে অনুষ্ঠানে এই সম্মাননা ও পুরস্কার দেয়া হয়।
পুলিশ সুপার আলতাফ হোসেন জিএম ওমর ফারুকের বাবা আহম্মদ আলী গাজী, মা মর্জিনা বেগম, ভাই আলী আকবর ও একমাত্র মেয়ে জান্নাতুল ফেরদৌসের হাতে এই সম্মাননা ও পুরস্কার তুলে দেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার কে এম আরিফুল হক, সাতক্ষীরা সার্কেল মেরিনা পারভীন, সিনিয়র সহকারী পুলিশ সুপার তালা সার্কেল মো. আতিকুল হক, সিনিয়র সহকারী পুলিশ সুপার কালীগঞ্জ সার্কেল মির্জা সালাউদ্দিন, সহকারী পুলিশ সুপার (সদর) হুমায়ুন কবির প্রমুখ।
এর আগে পুলিশ লাইন্সে পুলিশ সদস্যদের স্মরণে নির্মিত অস্থায়ী শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করেন পুলিশ সুপার।
উল্লেখ্য, ২০১৩ সালের ৩ মার্চে পুলিশ সদস্য জিএম ওমর ফারুক ঝিনাইদহের হরিনাকুণ্ডু থানায় দায়িত্বরত অবস্থায় জামায়াত-শিবিরের নৃশংস হামলার শিকার হয়ে মৃত্যুবরণ করেন। এই পুলিশ সদস্যের বাড়ি সাতক্ষীরার আশাশুনি উপজেলার গোয়ালডাঙ্গা গ্রামে।
আকরামুল ইসলাম/এআরএ/জেআইএম