হিলি সীমান্তে বিজিবি-বিএসএফ’র পতাকা বৈঠক
দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি সীমান্তে বিজিবি ও বিএসএফ’র সেক্টর কমান্ডার পর্যায়ে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
বুধবার বেলা সাড়ে ১১টায় সীমান্তে ২৮৪/২৭ পিলারে বাংলাদেশ অংশে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
হিলি সীমান্ত পথে মঙ্গলবার অবৈধ অনুপ্রবেশ ঘটিয়ে চলন্ত ট্রেনে চোরাচালান পণ্য পাচারের প্রাক্কালে বিটন রায় নামক এক ভারতীয় কুখ্যাত অস্ত্র ও মাদক চোরকারবারী গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হবার ঘটনাকে কেন্দ্র করে এ বৈঠকটি অনুষ্ঠিত হয়।
এতে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ভারপ্রাপ্ত দিনাজপুর সেক্টর কমান্ডার ও জয়পুরহাট-৩ ব্যাটালিয়ন অধিনায় লে. কর্নেল আব্দুর রাজ্জাক তরফদার ও বিএসএফ’র পক্ষে নেতৃত্ব দেন পশ্চিমবঙ্গের রায়গঞ্জ সেক্টরের ডিআইজি (সেক্টর কমান্ডার) জসবন সিং।
এসময় উপস্থিত ছিলেন বিএসএফ পতিরাম ৯৬ ব্যাটালিয়ন অধিনায়ক রাজন সুধ, বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়েনেরসহ অধিনায় মেজর নাসির ইমাম রুমি।
বিটন রায় বিজিবি’র ছোড়া গুলিতে নিহত হয়েছে বিএসএফ’র পক্ষ থেকে বৈঠকে এমটাই দাবি করা হলে বিজিবির পক্ষ থেকে তা নাকচ করে দেয়া হয়। এবং দাবি করা হয় যে বিটন রায় ভারতীয় চোরাকাবারীদের ছোড়া গুলিতে নিহত হয়েছে।
তাছাড়াও সে অস্ত্র, মাদক, নারী ও শিশু পাচার, অপহরণসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত ছিল।
এ ব্যাপারে মেজর নাসির ইমাম রুমি বলেন, বিজিবি ও বিএসএফ’র মধ্য অপরাধীদের যে তালিকা বিনিময় হয়ে থাকে ইতোপূর্বে বিজিবি’র পক্ষ থেকে প্রেরিত সেই একাধিক তালিকায় তার নাম প্রথম নাম্বারে রয়েছে।
প্রসঙ্গত, হিলি থেকে জয়পুরহাট অভিমুখে একটি মালবাহী ট্রেন ছেড়ে যাবার প্রাক্কালে বিটন রায় অবৈধ অনুপ্রবেশ ঘটিয়ে চলন্ত মালবাহী ট্রেনটিতে চোরচালানকৃত পণ্য পাচারের চেষ্টা করেন। এসময় সীমান্তে প্রহরারত বিজিবি সদস্যরা তাকে আটকের টেষ্টা করলে সে ক্ষিপ্ত হয়ে তার কাছে থাকা পিস্তল দিয়ে বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলি করলে বিজিবি সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়েন এ সময় ভারতীয় অন্যান্য চোরাকারবারী ও বিএসএফ গুলি বর্ষণের ঘটনা ঘটে। এসময় গুলিবিদ্ধ হয়ে বিটন ঘটনাস্থলেই নিহত হন। এরপর বিজিবি তার লাশ উদ্ধার করে।
রেলওয়ে সীমানার মধ্য নিহতের ঘটনাটি ঘটায় নিয়ম অনুসারে ময়নাতদন্তের জন্য তার লাশটি হিলি রেলওয়ে জিআরপি ফাঁড়ি পুলিশের কাছে হস্তান্তর করেন। সে পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানাধীন দক্ষিণবাসুদেবপুর গ্রামের বৌদ্ধনাথের ছেলে।
অপরদিকে সৃষ্ট ঘটনাকে কেন্দ্র করে সীমান্তে উত্তেজনা বিরাজ করায় হাকিমপুর ইউএনও আজাহারুল ইসলাম বুধবার সীমান্তের ১৫০ গজের মধ্যে কাউকে প্রবেশ না করার জন্য সতর্ক করে দিয়ে মাইকিং করেন।
বিজিবি হিলি সিপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল জব্বার জানান, লাশের ময়নাতদন্ত শেষে আজ রাতেই বিএসএফের কাছে হস্তান্তর করা হবে।
এমএএস/আরআইপি