রংপুরে বাস খাদে পড়ে নিহত ৩
রংপুরের পীরগঞ্জে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত ২২ জন।
বৃহস্পতিবার ভোরে উপজেলার ফায়ার সার্ভিস স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।
পীরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ারম্যান সামিউল ইসলাম জাগো নিউজকে জানান, ভোরে ঢাকা থেকে ঠাকুরগাঁওগামী ‘রুপসী পরিবহনের’একটি বাস পীরগঞ্জের ফায়ার সার্ভিসের কাছে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই নারী নিহত হন। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো এক যুবকের মৃত্যু হয়।
নিহতদের মধ্যে একজন দিনাজপুরের চিরিরবন্দর এলাকার মৃত তরিকুল ইসলামের স্ত্রী নূর জাহান বেগম (৩৫)। তবে নিহত অপর নারী ও ওই যুবকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনিনি তিনি।
এসময় আহত হয়েছেন অন্তত ২২ জন যাত্রী। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করমি দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
জিতু কবীর/এফএ/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান
- ২ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ৩ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
- ৪ ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি
- ৫ মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ