ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ত্যাগী ও সক্রিয়দের নিয়ে শরীয়তপুরে যুবদল গঠনের দাবি

প্রকাশিত: ০৭:১৩ এএম, ০২ মার্চ ২০১৭

কেন্দ্রীয় যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের দৃষ্টি আকর্ষণের লক্ষে শরীয়তপুরে সংবাদ সম্মেলন করেছে জেলা যুবদল।

গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষে আগামী দিনের আন্দোলন সংগ্রামে অংশগ্রহণের জন্য মাঠের ত্যাগী ও সক্রিয় নেতা কর্মীদের নিয়ে  জেলা, উপজেলা ও পৌরসভা যুবদল গঠন করার জন্য এ সংবাদ সম্মেলন করা হয়।

বৃহস্পতিবার বেলা ১১ টায় শরীয়তপুর পৌরসভার ধানুকা রানী মহল চত্বরে এ সংবাদ সম্মেলন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা নেতা কামাল ঢালী, নজরুল শেখ, আলী আকবর, শরীয়তপুর পৌরসভা যুবদল নেতা নজরুল শেখ, ফজলুল হক, জাহাঙ্গীর দেওয়ান, শাহীন, রিপন মাঝি, আনোয়ার মোল্যা, বিল্লাল সিকদার, সজল, জাহিদ মোল্যা, মোজাম্মেল, রনি, মোকলেছ মেল্যা, রুবেল মোল্যা, মাইনদ্দিন বেপারী, সোহরাফ আলী মোল্যা, রহিম বেপারী ও কুদ্দুস সরদার প্রমূখ।

শরীয়তপুর জেলা যুবদল ৬টি উপজেলা ও ৬টি পৌরসভা ইউনিট নিয়ে গঠিত। ৬ ইউনিটের কোথাও চলমান আন্দোলনে যুবদলের কোনো ভূমিকা চোখে পড়েনি। বিভিন্ন উপজেলা ও পৌরসভা যুবদলের যে কমিটি গঠন করা হয়েছিল তা এখন নিষ্ক্রিয় হয়ে পড়েছে। তাই যুবদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক দৃষ্টি আকর্ষণে এই সংবাদ সম্মেলন।

মো. ছগির হোসেন/এফএ/আরআইপি