মির্জাপুরে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ
পারিবারিক কলহের জেরে টাঙ্গাইলের মির্জাপুরে সুবর্ণা মণ্ডল (২৮) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুরে নিহতের মরদেহ কুমুদিনী হাসপাতালের মর্গ থেকে উদ্ধার করেছে পুলিশ।
নিহতের স্বজনেরা জানান, প্রায় ৯ বছর আগে এ উপজেলার বানাইল ইউনিয়নের মাঝুলিয়া গ্রামের পরেশ আলীর মেয়ে সুবর্ণার সঙ্গে একই উপজেলার গোড়াই ইউনিয়নের রাজাবাড়ি কোদালকাটা গ্রামের মঈন মণ্ডলের ছেলে বিনত মণ্ডলের বিয়ে হয়। বিয়ের পর থেকে বিভিন্ন সময়ে সুবর্ণাকে স্বামী, স্বামীর ভাই মানিক মণ্ডল ও তার স্ত্রী নমিতা সরকার শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিল। এ নিয়ে গ্রামবাসী ওই পরিবারের সদস্যদের নিয়ে একাধিকবার সালিস বৈঠকও করেন। সুবর্ণা দুই কন্যা সন্তানের জননী।
স্বজনদের অভিযোগ, সুবর্ণা মণ্ডলকে পিটিয়ে হত্যার পর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা করা হয়েছে।
মির্জাপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বাবুল হোসেন বলেন, নিহতের সুরতহাল রিপোর্ট করা হয়েছে। তার সারা শরীরে লালচে দাগ রয়েছে। তাছাড়া এটি হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।
এস এম এরশাদ/আরএআর/জেআইএম