ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ককটেলসহ জেএমবি সদস্য গ্রেফতার

প্রকাশিত: ১০:৩৫ এএম, ০২ মার্চ ২০১৭

ককটেলসহ চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নেজামপুর রেলস্টেশন এলাকায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্যকে গ্রেফতার পুলিশ। বৃহস্পতিবার ভোরে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত জেএমবি সদস্য চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার হাজারীডাঙ্গা গ্রামের মৃত ওয়াজেদ আলীর ছেলে নাজমুল ইসলাম (৫০)।

বৃহস্পতিবার দুপুরে নাচোল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফাছিরউদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, নেজামপুর রেলস্টেশনের পূর্ব পাশের একটি আমবাগানে রাত পৌনে ১০টার দিকে গোপন বৈঠকের সময় অভিযান চালানো হয়। এসময় সহযোগীরা পালিয়ে গেলেও জেএমবি সদস্য নাজমুলকে ককটেলসহ গ্রেফতার করা হয়।

নাজমুল প্রাথমিক জিঞ্জাসাবাদে তার বিরুদ্ধে চারটি মামলা থাকার কথা স্বীকার করেছে। ককটেল উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করা হয়েছে।  

আব্দুল­াহ/এআরএ/জেআইএম