ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পটুয়াখালীতে বাস ধর্মঘট প্রত্যাহার

প্রকাশিত: ০৫:৫৫ পিএম, ০২ মার্চ ২০১৭

সাবেক ধর্ম প্র‌তিমন্ত্র‌ী ও জেলা অাওয়ামী লী‌গের সভাপ‌তি শাহজাহান ম‌িয়ার হস্ত‌ক্ষেপে পটুয়াখালীতে চলমান বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়ে‌ছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় সাবেক ধর্মমন্ত্রীর থানাপাড়াস্থ বাসভবনে বাস মালিক ও শ্র‌মিক নেতা‌দের যৌথসভা অনু‌ষ্ঠিত হয়। ওই সভা থে‌কে বাস চলাচল করার সিদ্ধান্ত হয়।

এর অা‌গে সারাদেশে চলামান বাস ধর্মঘট প্রত্যাহার নিয়ে বুধবার পটুয়াখালী বাসস্ট্যান্ডে জেলা বাস মালিক সমিতি ও শ্রমিক সমিতির নেতাদের মধ্যে কথা কাটাকাটি ও মারারির ঘটনা ঘটে।

এরই প্রতিবাদে বুধবার বিকেল থেকে জেলার সব রুটে আবারও বাস চলাচল বন্ধ হয়ে যায়। এ ঘটনায় পটুয়াখালী সদর থানায় বাস মালিক ও শ্রমিকদের পক্ষ থেকে পৃথক দুটি অভিযোগ দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, ১ মার্চ ধর্মঘট প্রত্যাহার নিয়ে মালিক সমিতির সভাপতি ও শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদকের মাঝে হাতাহাতির ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মহিব্বুল্লাহ চৌধুরী/বিএ

আরও পড়ুন