ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সুনামগঞ্জে বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মীর আ.লীগে যোগদান

প্রকাশিত: ০২:৫৫ এএম, ০৩ মার্চ ২০১৭

সুনামগঞ্জের তাহিরপুরে বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। বৃহস্পতিবার বিকেলে উপজেলার বড়দল গ্রামে আয়োজিত এক পথ সভায় স্থানীয় সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনের কাছে বিএনপির এই নেতাকর্মীরা যোগদান করেন।
 
বড়দল গ্রামের প্রবীণ ব্যক্তি রহিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন। এছাড়া উপজেলা আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

এসময় উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল কালাম আজাদ এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাঞ্জব উস্তারের নেতৃ্ত্বে বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড সদস্য মছিহুর রহমান মিলনসহ অর্ধশতাধিক কর্মী-সমর্থক আওয়ামী লীগে যোগদান করেন।

উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা ছাত্রদল সভাপতি সাঞ্জব উস্তার জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ব্যক্তি স্বার্থ হাসিল করতে নয়, এলাকার উন্নয়নের স্বার্থে এবং স্থানীয় সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনের উন্নয়নে উদ্বুদ্ধ হয়ে আমরা আওয়ামী লীগে যোগদান করেছি।

রাজু আহমেদ/এফএ/এমএস