ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

প্রতিশ্রুতি দিয়েছে অনেকেই বাস্তবায়ন করেনি কেউ

প্রকাশিত: ০৫:০১ এএম, ০৩ মার্চ ২০১৭

দুই ইউনিয়নের সীমান্ত এলাকা ব্রিজটি। কিন্তু তা সংস্কারে উদ্যোগ নেই দুই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের। অথচ ব্রিজটির কারণে স্কুল কলেজগামী শিক্ষার্থীসহ সর্বসাধরণের মারাত্মক ভোগান্তি পোহাতে হচ্ছে।

বিভিন্ন সময় রাজনৈতিক নেতারা ব্রিজ সংস্কারের প্রতিশ্রুতি দিলেও কেউই বাস্তবায়ন করেনি। এসব নিয়ে ক্ষোভের যেন শেষ নেই সাতক্ষীরার শ্রীরামপুর-কুলিয়া পুরাতন বাজার এলাকার দুই ইউনিয়নের মানুষের।

Brich

ব্রিজটি সংস্কারে কেউ পদক্ষেপ নেয় না জানিয়ে শাখরা কোমরপুর এলাকার নুরুল ইসলামের ছেলে জাবিরুল ইসলাম জাগো নিউজকে বলেন, পাশেই রয়েছে প্রাথমিক বিদ্যালয়, হাইস্কুল, কলেজ। স্কুল কলেজগামী শিক্ষার্থীদের ভোগান্তির সঙ্গে ভোগান্তিতে রয়েছে সর্বসাধারণও। ব্রিজটির একপাশে ভোমরা ইউনিয়ন ও অন্যপাশে কুলিয়া ইউনিয়ন। কিন্তু ব্রিজের অভাবে এত কাছে থেকেও দুই ইউনিয়নের মানুষ বিভক্ত।

তিনি আরো বলেন, বিভিন্ন সময় ব্রিজটি সংস্কারের প্রতিশ্রুতি দিলেও কেউ বাস্তবায়ন করেনি। গত ৮-১০ বছর যাবৎ একই অবস্থায় রয়েছে ব্রিজটি। জোড়াতালি দেয়া ব্রিজটি দিয়ে যাতায়াত না করতে পারায় অন্যপাশ দিয়ে প্রায় তিন কিলোমিটার ঘুরে যাতায়াত করতে হয় মানুষের।

Brich

এ বিষয়ে ভোমরা ইউনিয়ন চেয়ারম্যান ইসরাইল গাজী জাগো নিউজকে বলেন, ব্রিজটি বাঁশ খুটি দিয়ে চালানো হচ্ছে। তবে সংস্কারের কোনো উদ্যোগ নেয়া হয়নি। সরকার এত ঘন ঘন ব্রিজ দিতে পারে না। এখন ৪০ লাখ টাকার প্রয়োজন কোথা থেকে দেবে।
 
এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী নুর হোসেন সজল জাগো নিউজকে জানান, বিষয়টি আগে কেউ অবহিত করেনি। ব্রিজটি চলাচল উপযোগী করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি স্থানীয়দের একটি লিখিত আবেদন দেয়ারও অনুরোধ জানান।

আকরামুল ইসলাম/এফএ/এমএস