সাবেক সংসদ সদস্য কাজী অানোয়ার আর নেই
ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা কাজী আনোয়ার হোসেন (৬৭) আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।
শুক্রবার দুপুর ১২টার দিকে ঢাকার অ্যাপোলো হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন ছেলে-মেয়েসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, কাজী আনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে ফুসফুসের জটিল রোগে ভুগছিলেন। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুর ১২টার দিকে তিনি অ্যাপোলো হাসপাতালে মারা গেছেন।
কাজী আনোয়ারের মরদেহ দাফনের জন্য কখন ব্রাহ্মণবাড়িয়ায় আনা হবে সেটি এখনো নির্ধারণ হয়নি বলে জানান তিনি।
আজিজুল সঞ্চয়/এফএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারেক রহমানের রংপুর আগমন ঘিরে মধ্যরাতে বেরোবি ছাত্রদলের শুভেচ্ছা মিছিল
- ২ ভোজের আয়োজন করায় বিএনপি প্রার্থী ও জামায়াত কর্মীদের জরিমানা
- ৩ পঞ্চগড়ে পক্ষপাতের অভিযোগে রিটার্নিং অফিসারের কার্যালয় ঘেরাও
- ৪ বিএনপিতে যোগদান করলেন জাতীয় পার্টির তিন শতাধিক নেতাকর্মী
- ৫ শেরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ময়মনসিংহ মেডিকেলে ভর্তি ৪