ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কেন্দুয়ায় পৌর কাউন্সিলরসহ গ্রেফতার ৪

প্রকাশিত: ০২:৫৮ পিএম, ০৩ মার্চ ২০১৭

নেত্রকোনার কেন্দুয়ায় পুলিশের ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলার ঘটনায় দায়ের করা মামলায় কেন্দুয়ার দুই পৌর কাউন্সিলরসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে গ্রেফতারকৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে।

গ্রেফতাররা হলেন- পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর ও পৌর যুবদলের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সুকন, পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর হাফিজুর রহমান আবুল, সার ও কীটনাশক ব্যবসায়ী মিজানুর রহমান খন্দকার ও কান্দিউড়া ইউনিয়নের ব্রাহ্মণজাত গ্রামের আল আমিন।

কেন্দুয়া থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, মামলার বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।  

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি শুক্রবার সকালে পৌর শহরের আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে কর্মীসভার আয়োজন করে ছাত্রদলের নেতাকর্মীরা। খবর পেয়ে পুলিশ সভাস্থলে গিয়ে সভা বন্ধের নির্দেশ দিলে ছাত্রদল নেতাকর্মীরা সে নির্দেশ মানেনি। একপর্যায়ে পুলিশ সভায় বাধা দিলে ছাত্রদলের নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা করে। এতে ১৩ পুলিশ সদস্য আহত হন।

এ ঘটনায় কেন্দুয়া থানার এসআই গোপাল কৃষ্ণ দাস বাদী হয়ে উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম হিলালী ও সাধারণ সম্পাদক এবং উপজেলা চেয়ারম্যান দেলোয়ার হোসেন ভূঞা দুলালসহ পাঁচ শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ মামলায় এখন  পর্যন্ত মোট ৬৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

কামাল হোসাইন/আরএআর/পিআর