সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই শ্রমিকের
প্রতীকী ছবি
ফরিদপুরে বাস-মাহেন্দ্র সংঘর্ষে শ্রমিক হাসান খাঁ (৩২) ও লিটন শেখ (৩০) নিহত হয়েছেন। এসময় বেশ কয়েকজন আহত হয়েছেন।
শনিবার সকালে সদর উপজেলার কানাইপুর পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ের সামনে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ফরিদপুরের সালথা উপজেলার মো. হাসান খাঁ ও ঝিনাইদহের মহেশপুর উপজেলার পদ্মপুকুর গ্রামের লিটন শেখ।
কানাইপুর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নিজামুল ইসলাম জানান, সকালে কানাইপুরের পল্লী বিদ্যুৎ সমিতির অফিসের সামনে ফরিদপুর থেকে ছেড়ে আসা কামারখালীগামী লোকাল বাসের সঙ্গে মাহেন্দ্রের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই শ্রমিক নিহত হন।
এআরএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ জুলাই যোদ্ধারা আমাদের স্বাধীনতাকে রক্ষা করেছে: তারেক রহমান
- ২ ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৭
- ৩ নারায়ণগঞ্জে শীতের রাতেও তারেক রহমানের অপেক্ষায় হাজারো মানুষ
- ৪ বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত ২০
- ৫ আওয়ামী লীগ ছাড়া নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয়