মাটি খুঁড়ে মিলল গৃহবধূর মরদেহ
নোয়াখালীর সুবর্ণচরে বসতঘরের মাটি খুঁড়ে মিলেছে তিন সন্তানের জননী কোহিনুর বেগমের মরদেহ। শুক্রবার রাতে উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের পূর্ব চরমজিদ এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় জড়িত সন্দেহে কোহিনুর বেগমের স্বামী মিল্লাত হোসেনকে (৩২) আটক করেছে পুলিশ।
সুবর্ণচর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন জাগো নিউজকে জানান, পারিবারিক কোলহের জের ধরে মিল্লাত হোসেন তার স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে ঘরে পুঁতে রাখে। খবর পেয়ে পুলিশ শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে চরমজিদ গ্রামের মিল্লাতের বসতঘরে মাটি চাপা দেয়া একটি গর্ত দেখতে পায়।
পরে মাটি খুঁড়ে সেখান থেকে তার স্ত্রী কোহিনুর বেগমের মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় স্বামী মিল্লাত হোসেনকে আটক করে থানায় জিজ্ঞাসাবাদ করা হলে তিনি বিষয়টি স্বীকার করেন।
ময়নাতদন্তের জন্য মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মিজানুর রহমান/এআরএ/এমএস