ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পাংশায় ভায়রার হাতে ভায়রা খুন

প্রকাশিত: ০৬:৩২ এএম, ০৪ মার্চ ২০১৭

রাজবাড়ীর পাংশা উপজেলার যশাই ইউনিয়নে বড় ভায়রার হাতে আলম প্রামাণিক (৩৪) খুন হয়েছেন। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে মাটিতে পুঁতে রাখা মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত আলম প্রামাণিক উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরপাড়া গ্রামের মৃত ইসমাইল প্রামাণিকের ছেলে ও ঘাতক করিম করিম খাঁ একই ইউনিয়নের চর ঝিকুরি গ্রামের মৃত জামাল খাঁর ছেলে।

যশাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিদ্দিকুর রহমান জানান, তারা দুইজনেই উদয়পুর গ্রামের আমজেদ খাঁনের জামাই। শ্বশুর আমজেদ খানের সঙ্গে বড় জামাই আলম প্রামাণিকের সম্পর্ক ভালো ছিল। কিন্তু বিষয়টি মেনে নিতে পারেনি ছোট জামাই করিম।

গত বৃহস্পতিবার রাতে আলম বাইসাইকেল যোগে শ্বশুর বাড়ি থেকে নিজ বাড়ি চরপাড়া গ্রামে যাচ্ছিলেন। এসময় পথিমধ্যে উদয়পুর হাইস্কুল মাঠের পাশে করিম ও তার সহযোগী হারুন তাকে ডেকে নিয়ে গামছা দিয়ে শ্বাসরোধ করেন। হত্যার পর মরদেহ স্কুল মাঠের পাশেই মাটিতে পুঁতে রাখেন তারা।

পাংশা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জেল হোসেন জানান, ঘাতক করিম ও তার সহযোগী হারুন পুলিশি হেফাজতে রয়েছে। ঘাতকরা তাদের দোষ স্বীকার করেছেন।

এরপর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে মাটি খুঁড়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

রুবেলুর রহমান/এআরএ/এমএস