ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

জয়পুরহাটে বিএনপি অফিসে তালা

জেলা প্রতিনিধি | জয়পুরহাট | প্রকাশিত: ১০:১৫ এএম, ০৪ মার্চ ২০১৭

জয়পুরহাট জেলা বিএনপি বিদেশি ও বিতর্কিত সংস্কারপন্থীদের নিয়ে নতুন কমিটি ঘোষণা করায় সভাপতি মোজাহার আলী প্রধান এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাফিজুর রহমান পলাশের কুশপুত্তলিকা দাহ করেছে ক্ষেতলাল উপজেলা বিএনপির একাংশের নেতাকর্মীরা। পরে তারা বিএনপি অফিসে তালা ঝুলিয়ে দেয়।

শনিবার দুপুরে ক্ষেতলাল সদরে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ করে নতুন জেলা বিএনপির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের কুশপুত্তলিকা দাহ করা হয়।

কুশপুত্তলিকা দাহ শেষে স্থানীয় উপজেলা বিএনপি অফিসে তালা লাগিয়ে দেয় তারা। এ সময় জেলা বিএনপির সদস্য খুরশিদ আলমসহ উপজেলা বিএনপির একাংশের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রাশেদুজ্জামান/এএম/জেআইএম