সাঁথিয়ায় বাসচাপায় মোয়াজ্জিন নিহত
পাবনা-ঢাকা মহাসড়কের সাঁথিয়া উপজেলার পুটিগাড়া নামকস্থানে বাসচাপায় আলহাজ তাহের আলী (৭০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
তাহের আলী উপজেলার পুটিগাড়া গ্রামের মৃত বাহের আলীর ছেলে ও স্থানীয় মসজিদের মোয়াজ্জিন ছিলেন।
মাধপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুল মতিন স্থানীয়দের বরাত দিয়ে জানান, দুপুর দেড়টার দিকে আলহাজ তাহের আলী পুটিগাড়া নামক স্থানে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা পাবনা অভিমুখী দ্রুতগামী একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে এবং বাসটি আটক করেছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে বলে তিনি জানান।
একে জামান/আরএআর/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ আ. লীগের নিরপরাধ কর্মীরা ১০ দলীয় জোটে আসতে পারবেন: হান্নান মাসউদ
- ২ দাঁড়িপাল্লাকে জয়লাভ করানো সবার ঈমানী দায়িত্ব: শাহরিয়ার কবির
- ৩ দক্ষিণ আফ্রিকায় ‘সন্ত্রাসীদের’ গুলিতে মিরসরাইয়ের টিপু নিহত
- ৪ বিএনপি প্রার্থী ফজলুর রহমানের জনসভায় চেয়ার ছোড়াছুড়ি, আহত ২০
- ৫ ৮০% মুসলমানের এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না