জঙ্গিবাদ মোকাবিলায় প্রয়োজন সাংস্কৃতিক আন্দোলন
তরুণ সমাজকে বর্বরতা ও নিমর্মতার পথ থেকে ফিরিয়ে আনতে হলে সবার আগে প্রয়োজন সাংস্কৃতিক আন্দোলন জোরদার করা। সুস্থ ক্রীড়া ও সংস্কৃতি চর্চার অভাবে তরুণরা পরিবার ও সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে ভুলপথে পরিচালিত হচ্ছে। ভুল শিক্ষায় দীক্ষিত হয়ে নৃশংসতার পথ বেছে নিচ্ছে। এ অবস্থা থেকে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষার জন্য সাংস্কৃতিক আন্দোলনের বিকল্প নেই।
এমন মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও -১ আসনের এমপি রমেশ চন্দ্র সেন।
শনিবার বিকেলে ঠাকুরগাঁওয়ের শিক্ষা প্রতিষ্ঠান ইকো পাঠশালা অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী উৎসবে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন তিনি।
তিনি বলেন, কোমলমতি শিশুরাই আগামী দিনের ভবিষৎ। শিক্ষার্থীরাই দেশের ভাষা আন্দোলন থেকে শুরু করে ঊনসত্তরের গণঅভ্যুত্থান ও একাত্তরের মুক্তিযুদ্ধ প্রতিটি ক্ষেত্রেই রাজনৈতিক আন্দোলনের পাশাপাশি বিভিন্ন আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
তিনি আরও বলেন, ঠাকুরগাঁওকে এগিয়ে নিতে উন্নয়ন সংস্থা ইএসডিও সাধারণ মানুষের জন্য কাজ করে যাচ্ছে। ইএসডিও আছে বলেই জেলার বেকারত্ব হ্রাস পেয়েছে। ইতোমধ্যে ইকো পাঠশালা অ্যান্ড কলেজ শিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ইএসডিও’র বিভিন্ন কার্যক্রম সারা দেশের মানুষকে জাগ্রত করেছে। এ সময় তিনি ইএসডিওকে উন্নয়নের মাধ্যমে ঠাকুরগাঁওকে এগিয়ে নেয়ার আহ্বান জানান।
এ সময় ইকো পাঠশালা অ্যান্ড কলেজের চেয়ারম্যান ড. মুহম্মদ শহীদ উজ জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ সাদেক কুরাইশী, ৩০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল তুষার বিন ইউনুস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জহিরুল ইসলাম, সরকারি বালক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতারুজ্জামান সাবু, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার প্রমুখ।
মো. রবিউল এহসান রিপন/এএম/আরআইপি