কাবাডিকে শীর্ষে নিতে চায় সরকার : হাবিবুর রহমান
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত উপ-মহাপুলিশ পরিদর্শক (সংস্থাপন) হাবিবুর রহমান বিপিএম (বার) বলেছেন, বর্তমান ক্রীড়াবান্ধব সরকার জাতীয় খেলা কাবাডিকে শীর্ষ অবস্থানে নিয়ে যেতে চায়। সরকার কাবাডি ফেডারেশনকে নির্দেশ দিয়েছে গ্রামে-গঞ্জে দেশের সকল স্থানে, সকল শিক্ষা প্রতিষ্ঠানে কাবাডিকে ছড়িয়ে দিতে।
শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরের অন্নদা সরকারি উচ্চবিদ্যালয়ের প্লেগ্রাউন্ডে (বোর্ডিং মাঠ) আয়োজিত কাবাডি লীগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে জেলা ক্রীড়া সংস্থা ও জেলা পুলিশ যৌথভাবে এ কাবাডি লীগের আয়োজন করেছে।
হাবিবুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাবাডিকে যে পর্যায়ে নিতে চান তার সূচনা ব্রাহ্মণবাড়িয়ার এ কাবাডি লীগের মধ্য দিয়ে হয়েছে। প্রধানমন্ত্রী শুধু কাবাডিই নয়, সব ধরনের খেলাকে সমান গুরুত্ব দিয়ে থাকেন।
জাতীয় খেলা কাবাডির হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কাবাডি খেলায় বাংলাদেশ যেন ভালো ফলাফল বয়ে আনতে পারে সেজন্য সরকার সব ধরনের ব্যবস্থা করবে বলেও উল্লেখ করেন তিনি।
ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক রেজওয়ানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী আলোচনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবির, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল ফেরদৌস, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার প্রমুখ।
কাবাডি লীগে জেলার বিভিন্ন উপজেলা থেকে ৮টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা বনাম বিজয়নগর উপজেলার খেলোয়াড়বৃন্দ অংশগ্রহণ করেন। উদ্বোধনী খেলায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ৬ পয়েন্টের ব্যবধানে বিজয়নগর উপজেলাকে পরাজিত করে।
আজিজুল সঞ্চয়/এএম/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারেক রহমানের রংপুর আগমন ঘিরে মধ্যরাতে বেরোবি ছাত্রদলের শুভেচ্ছা মিছিল
- ২ ভোজের আয়োজন করায় বিএনপি প্রার্থী ও জামায়াত কর্মীদের জরিমানা
- ৩ পঞ্চগড়ে পক্ষপাতের অভিযোগে রিটার্নিং অফিসারের কার্যালয় ঘেরাও
- ৪ বিএনপিতে যোগদান করলেন জাতীয় পার্টির তিন শতাধিক নেতাকর্মী
- ৫ শেরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ময়মনসিংহ মেডিকেলে ভর্তি ৪