ব্রাহ্মণবাড়িয়ায় বিনামূল্যে ওষুধ বিতরণ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রায় দুই হাজার অহসায় রোগীর মাঝে বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে উপজেলার রসুল্লাবাদ ইউনিয়নের কালঘড়া গ্রামের হাফিজ উল্লাহ উচ্চবিদ্যালয়ে এ স্বাস্থ্য সেবা ও ওষুধ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের কনসালটেন্ট (শিশু) ও কালঘড়া গ্রামের কৃতি সন্তান ডা. মো. মনির হোসেনের ব্যক্তিগত উদ্যোগে বিনামূল্যে এ স্বাস্থ্য সেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম বিকেল ৩টা পর্যন্ত চলবে।
হাফিজ উল্লাহ উচ্চবিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ডা. সুলতান আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রসুল্লাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আকবর, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা. এ.কে.এম শরীফুল ইসলাম, শিশু রোড় বিশেষজ্ঞ ডা. মো. মনির হোসেন ও হাফিজ উল্লাহ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইয়ার হোসেন।
পরে উদ্বোধনী আলোচনা শেষে ২০ জন বিশেষজ্ঞ চিকিৎসক নবীনগর উপজেলার বিভিন্ন স্থান থেকে আগত প্রায় দুই হাজার অসহায় রোগীর মাঝে স্বাস্থ্য সেবা প্রদান করেন। এছাড়া রোগীদের মাঝে বিনামূল্য ওষুধ বিতরণ করা হয়।
আজিজুল সঞ্চয়/এএম/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারেক রহমানের রংপুর আগমন ঘিরে মধ্যরাতে বেরোবি ছাত্রদলের শুভেচ্ছা মিছিল
- ২ ভোজের আয়োজন করায় বিএনপি প্রার্থী ও জামায়াত কর্মীদের জরিমানা
- ৩ পঞ্চগড়ে পক্ষপাতের অভিযোগে রিটার্নিং অফিসারের কার্যালয় ঘেরাও
- ৪ বিএনপিতে যোগদান করলেন জাতীয় পার্টির তিন শতাধিক নেতাকর্মী
- ৫ শেরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ময়মনসিংহ মেডিকেলে ভর্তি ৪