সিরাজগঞ্জে ট্রাকচাপায় আহত কলেজছাত্রের মৃত্যু
প্রতীকী ছবি
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাকচাপায় আহত কলেজছাত্র নিতাই কুমার ভৌমিক (২৩) ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে নিহতের সংখ্যা তিনজনে দাঁড়ালো।
শনিবার সন্ধ্যা ৭টায় ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। নিহত নিতাই কুমার ভৌমিক উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়নের পূর্ব দেলুয়া গ্রামের গ্রাম পুলিশ অমূল্য কুমার ভৌমিকের ছেলে।
উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজের অনার্স (হিসাব বিজ্ঞান) বিভাগের ৩য় বর্ষের ছাত্র ছিল সে। নিহতের চাচা বাবলু কুমার ভৌমিক নিতাইয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, শুক্রবার সকালে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের উল্লাপাড়া উপজেলার শ্রীকোলা মোড় এলাকায় ট্রাকচাপায় ব্যাটারিচালিত অটোরিকশাচালক ও স্কুল ছাত্র নিহত হয়।
এ ঘটনায় আরও ৫ যাত্রী আহত হয়। আহতদের মধ্যে নিতাই কুমার ভৌমিক ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যায় মারা যায়।
ইউসুফ দেওয়ান রাজু/এএম/জেআইএম