নির্বাহী ম্যাজিস্ট্রেটের বাসায় দুর্বৃত্তদের আগুন
ফাইল ছবি
বগুড়ার ধুনট উপজেলা পরিষদ চত্বরে আবাসিক এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আখতারের সরকারি বাসায় অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। শনিবার গভীর রাতে অগ্নিসংযোগের এ ঘটনা ঘটে।
উপজেলা নির্বার্হী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্রে জানা গেছে, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আখতার উপজেলা পরিষদ ভবনের দ্বিতীয় তলায় একটি ইউনিটে থাকেন।
তিনি প্রশিক্ষণ গ্রহণের জন্য শুক্রবার থেকে ঢাকায় অবস্থান করছেন। শনিবার রাতে সরকারি ওই বাসায় ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আখতারের ছোট বোন, দাদি ও ভাতিজি।
গভীর রাতের দিকে বাসার একটি কক্ষে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সংবাদ পেয়ে ধুনট ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে। অগ্নিসংযোগে কিছু আসবাবপত্রসহ গৃহকাজের উপকরণ পুড়ে যায়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আখতারের ছোট বোন কনেলী আখতার বলেন, গভীর রাতে বাসার অন্য একটি কক্ষে বিকট শব্দ হয়। সেই কক্ষের ভেতর গিয়ে দেখি আগুন জ্বলছে। একই সময় বাসার ছাদে ওপরও শব্দ শোনা যায়। আমাদের চিৎকারে বাসার পাশের ইউনিটের লোকজন ও ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নেভানোর চেষ্টা করে। তবে, কোথা থেকে কীভাবে আগুনের সূত্রপাত ঘটেছে তা বুঝে ওঠতে পারছি না।
ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মাদ ইব্রাহীম বলেন, তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দোতলা ভবনের ওই বাসার নীচে প্রধান গেট ও ওপরে ছাদের গেট খোলা ছিল।
ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা বাসার ছাদে উঠে ফাঁকা স্থান দিয়ে অগ্নিসংযোগ করতে পারে। বড় ধরনের নাশকতার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।
ধুনট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, বিষয়টি নিয়ে থানায় অভিযোগ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
লিমন বাসার/এএম/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তাহাজ্জুদের পর একটি দল ভোটকেন্দ্র দখল-সীল মারার পরিকল্পনা করছে
- ২ ভোটের দিন কোনো চিল ছোঁ মেরে ভোট নিয়ে যাবে তা হবে না
- ৩ দিল্লিতে অফিস খুলে হাসিনা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছেন
- ৪ মঙ্গলবার ময়মনসিংহ যাচ্ছেন তারেক রহমান, বিপুল সমাগমের আশা
- ৫ আজ মুক্তি মিলছে না সাদ্দামের, জামিনের চিঠি যশোর কারাগারে আসেনি