স্টার জলসা দেখতে নিষেধ করায় স্কুলছাত্রীর আত্মহত্যা
ভারতীয় টিভি চ্যানেল স্টার জলসা দেখতে নিষেধ করায় মায়ের ওপর অভিমান করে মৌমিতা আক্তার (১৪) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। শনিবার রাতে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় এ ঘটনা
নিহত মৌমিতা ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের খামিনার গ্রামের কৃষক মোশারফের মেয়ে ও স্থানীয় এম এ ওয়াজেদ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।
স্থানীয়রা জানান, মা ফেরদৌসি বেগমের অবাধ্য হয়ে মৌমিতা অন্যের বাড়ি গিয়ে ভারতীয় টিভি চ্যানেল স্টার জলসায় নাটক দেখতে যায়। এতে মেয়ের ওপর রাগ করে মা ঘরের দরজা বন্ধ করে দেন। মৌমিতা টিভি দেখে রাত ৯টার দিকে ঘরে ফিরতে চাইলে মা দরজা না খুলে মেয়েকে বকাঝকা করেন।
মৌমিতার বাবা মোশারেফ শেখ জানান, মায়ের ওপর রাগ করে মৌমিতা বাড়ি না ফেরায় রাতে অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশের ছফেদা গাছে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তাকে পাওয়া যায়। পরে মৌমিতাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।
ভাঙ্গা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ মরদেহের সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।
এস.এম. তরুন/আরএআর/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ জুলাই যোদ্ধারা আমাদের স্বাধীনতাকে রক্ষা করেছে: তারেক রহমান
- ২ ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৭
- ৩ নারায়ণগঞ্জে শীতের রাতেও তারেক রহমানের অপেক্ষায় হাজারো মানুষ
- ৪ বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত ২০
- ৫ আওয়ামী লীগ ছাড়া নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয়