ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

আখাউড়া স্থলবন্দর দিয়ে মাছ রফতানি বন্ধ

প্রকাশিত: ০৩:৪৭ এএম, ০৬ মার্চ ২০১৭

দেশের অন্যতম বৃহৎ স্থলবন্দর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া দিয়ে ভারতে অনির্দিষ্টকালের জন্য মাছ রফতানি বন্ধ করা হয়েছে।

ভারতীয় ব্যবসায়ীরা মাছ নিতে অনীহা প্রকাশ করায় সোমবার সকাল থেকে মাছ রফতানি বন্ধ রাখা হয়েছে। তবে মাছ ছাড়া বাকি সব পণ্য রফতানি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন বন্দরের ব্যবসায়ীরা।

আখাউড়া স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাজিব উদ্দিন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, সম্প্রতি দেশের কয়েকটি স্থলবন্দর দিয়ে ভারতে রফতানি হওয়া মাছে ফরমালিন পেয়েছে সেখানকার ব্যবসায়ীরা। এর ফলে ভারতীয় ব্যবসায়ীরা মাছ আমদানি বন্ধ রেখেছেন।

তিনি আরও জানান, আখাউড়া স্থলবন্দর দিয়ে রফতানি হওয়া মাছে কোনো ফরমালিন না পাওয়া স্বত্তেও ভারতীয় ব্যবসায়ীরা মাছ আমদানি করতে অনীহা প্রকাশ করায় সোমবার সকাল থেকে মাছ রফতানি বন্ধ রয়েছে।

তবে আজকালের মধ্যেই ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে আলোচনায় বসে বিষয়টির সুরাহা করা হবে।

আজিজুল সঞ্চয়/এফএ/এমএস