সাতক্ষীরায় উপ-নির্বাচনে আ.লীগের প্রতিদ্বন্দ্বী আ.লীগ
সাতক্ষীরার কলারোয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে সোমবার সকাল থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টা থেকে শুরু হওয়া এ নির্বাচনের ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। বেলা ১১টা পর্যন্ত কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
এ নির্বাচনে বিএনপির কোনো প্রার্থী না থাকায় আওয়ামী লীগের দুই প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন আরাফাত হোসেন এবং বিদ্রোহী প্রার্থী হিসেবে উড়োজাহাজ প্রতীক নিয়ে লড়ছেন জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও উপজেলা যুবলীগের সভাপতি কাজী আসাদুজ্জামান শাহাজাদা।
কলারোয়া থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) এমদাদুল হক শেখ জাগো নিউজকে জানান, কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তাছাড়া নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।
রিটার্নিং অফিসার কামরুল হাসান জানান, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। ৬৭টি কেন্দ্রে এক লাখ ৮২ হাজার ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। প্রতিটি পুলিশ ও আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে র্যাব, বিজিবি ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের টহল রয়েছে।
উল্লেখ্য : গত বছরের ৩০ জানুয়ারি পৌর নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য কলারোয়া উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু ২০১৫ সালের ৩ ডিসেম্বর পদত্যাগ করেন। ওই সময় থেকে শূন্য থাকা ভাইস চেয়ারম্যান পদে এ উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
আকরামুল ইসলাম/আরএআর/এমএস