ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ঈশ্বরদীতে ভটভটি চালকের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ১০:১০ এএম, ১০ এপ্রিল ২০১৫

ঈশ্বরদীতে আবু বক্কর (৩৫) নামে এক ভটভটি চালকের পায়ের রগ কাটা ও গলায় ফাঁস দেয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ভোরে ডাল গবেষণা ইনস্টিটিউট ও রেশম বীজাগার সংলগ্ন অরনখোলা হাট সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আবু বক্কর ছিলিমপুর ইউনিয়নের চরমিরকামারী মাথালপাড়া এলাকার কৃষি গবেষণা ইনস্টিটিউটের অবসরপ্রাপ্ত শ্রমিক আব্দুল মোত্তালেবের ছেলে।

ঘটনাসূত্রে ও পরিবারের স্বজনদের দেয়া তথ্যে জানা গেছে, গত বুধবার সন্ধ্যায় ভটভটি চালক আবু বক্করকে ফোন করে চালের ভাড়া টানার কথা বলে অজ্ঞাত ব্যক্তি। এরপর তিনি বাড়ি থেকে বের হন। তারপর আর তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরবর্তীতে বৃহস্পতিবার তার পরিবারের পক্ষ থেকে আবু বক্করকে না পাওয়ায় ঈশ্বরদী থানায় একটি সাধারণ ডায়েরি করে তার পরিবার।

পরিবারের অভিযোগের ভিত্তিতে সন্দেহভাজন কয়েকজনের বাড়িতে ঈশ্বরদী থানা পুলিশ অভিযান চালায়। নিহত আবু বক্করের চাচা স্কুল শিক্ষক মহসীন আলী জানান, দীর্ঘদিন ধরে আবু বক্করের পরিবারের সাথে প্রতিবেশীর বিবাদ চলে আসছিল। তারাই পূর্বপরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন।
 
এ বিষয়ে ঈশ্বরদী সার্কেল এএসপি শাহনূর আলম পাটোয়ারী জাগো নিউজকে জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে মৃত্যুর কারণ উদঘাটনের চেষ্টা করছি।

পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে নিহত আবু বক্করের চাচা মহসীন আলী জানান।

এমজেড/বিএ/পিআর