নাসিরনগরে মন্দির থেকে মূর্তি চুরির ঘটনায় আটক ৬
প্রতীকী ছবি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মন্দির থেকে মূর্তি চুরির ঘটনায় ছয়জনকে আটক করেছে পুলিশ। সোমবার ভোররাতে উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, সুমন (২২), তারিফ মিয়া (২৭), জমির মিয়া (৩০), মামুন মিয়া (৩৫), সরুক মিয়া (৪২) ও হাসান মিয়া (৩০)। তারা উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
নাসিরনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু জাফর জাগো নিউজকে জানান, শনিবার দিনগত মধ্যরাতে শ্রী শ্রী গোপীনাথ জিউ মন্দির থেকে মূর্তি চুরির ঘটনায় ওই ছয় ব্যক্তিকে আটক করা হয়েছে।
এর আগে শনিবার দিনগত মধ্যরাতে নাসিরগর উপজেলার ফান্দাউক ইউনিয়নের ফান্দাউক গ্রামের শ্রী শ্রী গোপীনাথ জিউ মন্দির থেকে কে বা কারা পাঁচটি পিতলের মূর্তি ও একটি প্রাচীন কালো পাথরের মূর্তি এবং মন্দিরের হারমোনিয়াম-করতালসহ দানবাক্স থেকে দেড় হাজার টাকা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায়য় ওইদিনই মন্দিরের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়।
আজিজুল সঞ্চয়/এফএ/এমএস