হোসেনপুরে শান্তিপূর্ণ ভোটগ্রহণ শেষে চলছে গণনা
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে ভোট গণনা। সোমবার সকাল থেকে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
জেলা রিটার্নিং কর্মকর্তা তরফদার আখতার জামিল জানিয়েছেন, কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল কম। উপজেলার ৬টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৮৯টি ভোট কেন্দ্রের ৪৩৬টি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
হোসেনপুর উপজেলার মোট ভোটার সংখ্যা ১ লাখ ৩১ হাজার ৪৬৯ জন। বিএনপি, আওয়ামী লীগ ছাড়া একজন স্বতন্ত্রপ্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উল্লেখ্য, ২০১৪ সালের ১৫ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে হোসেনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দলের উপজেলা কমিটির সভাপতি মো. আয়ুব আলী ১৩ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে বিএনপি প্রার্থী জহিরুল ইসলাম মবিনকে পরাজিত করেন।
২০১৫ সালের ২৯ নভেম্বর মো. আয়ুব আলী মৃত্যুবরণ করায় আসনটি শূন্য হয়। একটি পৌরসভা ও ৬টি ইউনিয়ন নিয়ে গঠিত হোসেনপুরে সোমবার শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হয়।
নুর মোহাম্মদ/এএম/পিআর