স্কুল থেকে ফেরার পথে বখাটের হামলায় ছাত্রী আহত
স্কুল থেকে বাড়ি ফেরার পথে বখাটে এমরান শেখের চালানো হামলায় এক এসএসসি পরীক্ষার্থী আহত হয়েছে। সোমবার পিরোজপুর সদর উপজেলার কলাখালী ইউনিয়নের উদয়কাঠী এলাকায় এই ঘটনা ঘটে।
এ ব্যাপারে দাউদপুর পল্লী মিলন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান জানান, ওই শিক্ষার্থী এবারে এসএসসি পরীক্ষা দিচ্ছে। ১১ মার্চ তার ব্যবহারিক পরীক্ষা। এ বিষয়ে পরামর্শ নেয়ার জন্য সকালে সে বিদ্যালয়ের এক শিক্ষিকার কাছে আসে।
ফেরার পথে উদয়কাঠীর সবুজ তালুকদারের বাড়ির কাছে বখাটে এমরান শেখ মারিয়াকে কিল ঘুষি মারে। এসময় মারিয়া দৌড়ে গিয়ে সবুজ তালুকদারের বাড়িতে আশ্রয় নেয়।
প্রধান শিক্ষক আরও বলেন, মারিয়াদের বাড়ি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বাধাল এলাকায়। সে কলাখালী ইউনিয়নের উদয়কাঠী এলাকায় নানা মৃত ওয়াহাব মিয়ার বাড়িতে থেকে লেখাপড়া করছিল।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান বিশ্বাস জানান, এ ব্যাপারে সদর থানায় মামলা প্রক্রিয়াধীন। বখাটে এমরান শেখকে আটকের জন্য এলাকায় অভিযান চালানো হচ্ছে।
হাসান মামুন/এআরএ/পিআর