ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কুষ্টিয়ায় হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

প্রকাশিত: ০১:২৭ পিএম, ০৬ মার্চ ২০১৭

কুষ্টিয়ায় ট্রাকচালককে হত্যা মামলায় এক আসামির যাবজ্জীবন কারাদণ্ডসহ ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক রেজা মো. আলমগীর হাসান এ রায় দেন। এ সময় কবির হোসেন আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ১০ মাইল নামক স্থানে কবির হোসেন ট্রাকচালক শ্যামল কুমার রায়কে হত্যা করে পালিয়ে যায়। পরে ট্রাক মালিক আবেদ আলী বাদী হয়ে ভেড়ামারা থানায় হত্যা মামলা করেন।

এ ঘটনায় ভেড়ামারা থানা পুলিশ তদন্ত শেষে চার্জশিট দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে আদালতে আসামির দোষ প্রমাণিত হওয়ায় কবির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডাদেশ দেন আদালত।

আল-মামুন সাগর/এএম/পিআর