ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কুষ্টিয়ায় শিশুকে বিষপানে হত্যা, গ্রেফতার ১

প্রকাশিত: ০১:৪৮ পিএম, ০৬ মার্চ ২০১৭

কুষ্টিয়ার মিরপুরে কীটনাশক পান করিয়ে মোহনা (৪) নামের এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোহাগী খাতুন (২৭) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার সকালে উপজেলার মালিহাদ ইউনিয়নের নতুন পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মোহনা ওই গ্রামের মকলেছ হোসেনের মেয়ে। এ ঘটনায় মিরপুর থানায় একটি মামলা হয়েছে।

মকলেছ হোসেন জানান, মোহনা বাড়ি সামনে খেলছিল। প্রতিবেশী সোহাগী খাতুন পাউরুটি ও কলা খাবার কথা বলে মোহনাকে বাড়িতে ডেকে নিয়ে যায়।

পরে সোহাগী কলার মধ্যে কীটনাশক দিয়ে তাকে খেতে দেয়। কিছুক্ষণের মধ্যেই কীটনাশকের ক্রিয়ায় শিশু মোহনা অচেতন হয়ে পড়ে। পরে তাকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে সে মারা যায়।

মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, পূর্ব বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। এ ঘটনায় মামলা হয়েছে এবং অভিযুক্ত নারীকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত ছাড়া এর বেশি বলা যাবে না।

আল-মামুন সাগর/এএম/পিআর