বগুড়ায় পাঁচজনের যাবজ্জীবন
প্রতীকী ছবি
জমিজমা নিয়ে বিরোধের জের ধরে বগুড়ার গাবতলীতে ডাক বিভাগের কর্মচারী রবিউল ইসলাম মিঠুকে ছুরিকাঘাত করে হত্যার দায়ে পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।
সোমবার বিকেলে বগুড়ার ১ম অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান এই দণ্ডাদেশ প্রদান করেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন, গাবতলীর তরফ সরতাজ গ্রামের মৃত আবুল হোসেন এর ছেলে মো. জাহিদুল ইসলাম ও আব্দুল্লাহ এবং বগুড়া সদর উপজেলার ভাটকান্দি গ্রামের তারা মিয়ার ছেলে মো. লিটন, খোরশেদ আলম ও খোকন মিয়া। খোকন ঘটনার পর থেকেই পলাতক রয়েছে।
আদালত সূত্রে জানা যায়, ২০১১ সালের ২৪ ফেব্রুয়ারি গাবতলী উপজেলার তরফসরতাজ গ্রামের আকিমুদ্দিনের ছেলে রাজিব মাহমুদ মজনু একটি বিবাদমান কলাক্ষেতে পানি দিচ্ছিলেন। এসময় দণ্ডপ্রাপ্ত আসামিরা রড, ধারালো ছুরি ও দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে এসে কলাক্ষেতে পানি দিতে নিষেধ করে। নিষেধ না মানায় আসামিরা প্রথমে মজনুকে হত্যার উদ্দেশ্যে মারপিট করতে থাকে। তার চিৎকারে ছোট ভাই ডাক বিভাগের কর্মচারী রবিউল ইসলাম মিঠু ও আব্দুল মোমিন এগিয়ে এলে আসামিরা তাদের উপর চড়াও হয়।
একপর্যায়ে ছুরিকাঘাত করলে মিঠুর নাড়ি-ভুড়ি বের হয়ে যায়। পরে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে রাতে তিনি মারা যান। মামলাটি রাষ্ট্রপক্ষে পরিচালনা করেন এপিপি অ্যাডভোকেট বিনয় কুমার ঘোষ।
এমএএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তাহাজ্জুদের পর একটি দল ভোটকেন্দ্র দখল-সীল মারার পরিকল্পনা করছে
- ২ ভোটের দিন কোনো চিল ছোঁ মেরে ভোট নিয়ে যাবে তা হবে না
- ৩ দিল্লিতে অফিস খুলে হাসিনা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছেন
- ৪ মঙ্গলবার ময়মনসিংহ যাচ্ছেন তারেক রহমান, বিপুল সমাগমের আশা
- ৫ আজ মুক্তি মিলছে না সাদ্দামের, জামিনের চিঠি যশোর কারাগারে আসেনি