রাঙ্গাবালীতে আ.লীগ প্রার্থী জয়ী
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা পরিষদের উপ-নির্বাচনে ৩৪ হাজার ৯৭০ ভোট পেয়ে বেসরকারিভাবে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ দেলোয়ার হোসেন বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত আমির হোসেন মোল্লা হাত পাখা প্রতীক নিয়ে ২ হাজার ৩০০ ভোট এবং বিএনপি মনোনীত জাহাঙ্গীর হোসেন আকন ধানের শীষ প্রতীক নিয়ে ২ হাজার ০৭০ ভোট পেয়েছেন।
এর আগে সোমবার সকাল ৮টা থেকে একযোগে ৩০টি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত চলে।
এদিকে, নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ এনে দুপুর সাড়ে ১২টায় পুনর্নির্বাচনের দাবি জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রাথী জাহাঙ্গীর হোসেন আকন।
মহিব্বুল্লাহ্ চৌধুরী/এএম/পিআর