ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

প্রকাশিত: ০২:২০ এএম, ০৭ মার্চ ২০১৭

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে মঙ্গলবার ভোর ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। মাঝ নদীতে যাত্রী ও যানবাহন নিয়ে আটকা পড়েছে পাঁচটি ফেরি। দুই প্রান্তে তিন শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় আটকা পড়েছে।

বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাট ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল জাগো নিউজকে ফেরি বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাতে ফেরি চলাচল স্বাভাবিক থাকলেও ভোরের দিকে নদীতে ঘন কুয়াশা পড়তে থাকে। ভোর ৫টার দিকে কুয়াশার মাত্রা বেড়ে দৃষ্টিসীমা কমে আসে। ফলে দুর্ঘটনা এড়াতে ফেরি সার্ভিস বন্ধ রাখা হয়। কুয়াশায় তীড়ে ভিড়তে না পেরে মাঝ নদীতে পাঁচটি ফেরি আটকা পড়েছে। কুয়াশা কেটে গেলেই ফেরি চলাচল পুনরায় শুরু হবে।

এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় দুই পাড়ে আটকা পড়া যানবাহনের যাত্রীরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন। নারী ও শিশুদের ভোগান্তি সবচেয়ে বেশি।

বি.এম খোরশেদ/আরএআর/পিআর